সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন সাতক্ষীরার কলারোয়ার ডা. মেহের উল্লাহ’র

কলারোয়ার বিশিষ্ট চিকিৎসক ডা. মেহের উল্লাহ জেনারেল সার্জারিতে চূড়ান্ত পর্বে সফলতার সাথে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
মাস্টার্স অব সার্জারির (এমএস) এই ডিগ্রি উপজেলার মধ্যে তিনি অন্যতম।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন হিসেবে কর্মরত ডা. মেহের উল্লাহর গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার বসন্তপুর। তাঁর পিতার নাম মরহুম জোহর আলী মোড়ল।
গত ২০ মার্চ কন্ট্রোলার অব এক্সামিনেশান, প্রফেসর জিল্লুর রহমান স্বাক্ষরিত এমএস ডিগ্রির ফলাফলে ডা. মেহের উল্লাহ কৃতিত্বের স্বার্থে উত্তীর্ণ হয়েছেন। এটি সার্জারি বিভাগের সর্বোচ্চ একটি অর্জন হিসেবে স্বীকৃত।

ডা. মেহের উল্লাহ জানান, এমএস ডিগ্রি অর্জন করায় তাঁর দীর্ঘ মেডিকেল জীবনের সাধনা পূর্ণতা পেয়েছে।

তিনি সম্মানিত সকল শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ডাক্তারি শাস্ত্রে তাঁর আর পাওয়ার কিছু নেই। তাঁর আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেয়ায় তিনি মহান রাব্বুল আলআমিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই খুশির খবরে শনিবার রাতেই তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।

এদিকে ডা. মেহের উল্লাহর এই অর্জনে বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।