সালমান শাহ’র হত্যার বিচারের দাবিতে আসছে হরতাল!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/salman-shah.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রুবিসহ সকল আসামিকে গ্রেফতারের দাবিতে সিলেটে হরতালসহ কঠোর কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা।
সালমান শাহর মা নীলা চৌধুরী চলতি সপ্তাহে দেশে ফিরলে এ ঘোষণা দিতে পারেন তারা।
নিহত এই নায়কের মামা আলমগীর কুমকুম শনিবার বলেন, ‘সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলার আসামিদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘সালমানের মা দেশে ফিরবেন চলতি সপ্তাহে। তার পরামর্শক্রমে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে, সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে বিভিন্ন সংগঠন মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
চলমান আন্দোলনের অন্যতম সংগঠক স্বর্ণালী সাহিত্য পরিষদের সহ-সভাপতি সুলতান আহমদ সুমন শনিবার বলেন, ‘সালমানের মা দেশে ফেরার পর সিলেটে বিচ্ছিন্নভাবে আন্দোলনকারী সকলকে নিয়ে বৃহৎ পরিবেশে বৈঠক হবে। তারপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, হরতালসহ কঠোর কর্মসূচি আসতে পারে।’
অপর সংগঠক হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ-এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান শনিবার পরিবর্তন বলেন, ‘সালমান হত্যার বিচারের দাবিতে সিলেটে ২০ বছর ধরে আন্দোলন চলছে। ভিডিও বার্তায় রুবি সত্যের উন্মোচন করেছেন। আমরা চাই সালমান হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করা হোক।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন