সিইসির সঙ্গে আইজিপি-ডিএমপি কমিশনারের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক হয়।
এ সময় আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সার্বিক পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে তারা আলোচনা করেন বলে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
এদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
পৃথক চিঠিতে ইসি পুলিশকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হয়রানি না করা, দলের নেতাকর্মীদের উপর হামলা বন্ধে দলটির পৃথক চিঠির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
এর আগে গত শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে এক চিঠিতে প্রার্থীদের নিরাপত্তা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়।
সোমবার ওই চিঠির কপি পুলিশের আইজিপির কাছে পাঠিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলেছে ইসি।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ও দলটির নেতাকর্মীদের উপর হামলার সব ঘটনা উল্লেখ করে দলটি ইসিতে যেসব চিঠি দিয়েছে, ওইসব চিঠিও পুলিশের কাছে পাঠানো হয়েছে।
এতে সব ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি কী ব্যবস্থা নেয়া হয়েছে, তাও জানাতে বলেছে নির্বাচন কমিশন।
এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলার ঘটনাগুলোয় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা তিন দিনের মধ্যে ইসিকে জানাতে বলা হয়েছে।
এদিকে, অপর এক চিঠিতে নির্বাচন কমিশন বিএনপির নামে তৈরি করা বিএনপি ডটকম নামের ওয়েবপোর্টাল বন্ধের বিষয়ে প্রতিবেদন দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন