‘সিক্রেট সুপারস্টার’-পোস্টারের প্রথম লুক প্রকাশ করলেন আমির
দঙ্গল ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছে জায়রা ওয়াসিম। আমির খানের মেয়ের ভূমিকায় তার অভিনয় সকলের খুবই পছন্দ হয়েছিল। দঙ্গলের পর আবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে দেখা যাবে তাকে। ছবির নাম সিক্রেট সুপারস্টার।
সোমবার টুইটারে আমির খান ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে জায়রা ওয়াসিমের পোস্টারের প্রথম লুক প্রকাশ করলেন। পোস্টারেই জানানো হচ্ছে যে, সিক্রেট সুপারস্টার ছবির ট্রেইলার মুক্তি পাবে ২ আগস্ট। সিক্রেট সুপারস্টার ছবিটি জি স্টুডিওজের সঙ্গে প্রযোজনা করছেন আমির খানও।
সিক্রেট সুপারস্টার ছবিতে জায়রা ওয়াসিমকে একটি ১৪ বছরের মেয়ের ভূমিকায় দেখা যাবে। বিশ্বের জনপ্রিয় গায়িকা হতে চায় সে। কিন্তু মেয়েটির বাবা তার এই গানের জগতকে বেছে নেওয়ার ঘোর বিরোধী। এই নিয়েই ছবির গল্প।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন