ইসির প্রস্তাব

সিটি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন সাংসদেরা

সিটি করপোরেশন নির্বাচনের সময় প্রচার সংক্রান্ত সাংসদদের ওপর থাকা বিধি-নিষেধ তুলে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন সংসদ সদস্যরা।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে আইন, বিধি-বিধান প্রণয়ন কমিটির এক সভায় এ প্রস্তাব তোলা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে ওই সিটি এলাকার সাংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করাসহ নিজ দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারের সুযোগ পাবেন। ভোটের দিনে ওই সাংসদ শুধু ভোটকেন্দ্র ভোট দিয়ে বাসায় চলে যাবেন। ওই দিন তিনি কোথায় অবস্থান করতে পারবেন না। তবে নির্বাচনী প্রচারের সময় নিরাপত্তার জন্য পুলিশ বা অন্য কোনো প্রটোকল সাংসদেরা পাবেন না।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার ও আইন, বিধি-বিধান প্রণয়ন কমিটির সভাপতি কবিতা খানম কোনো মন্তব্য করেননি।

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ৩১ মার্চ। আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রোববার গাজীপুর সিটি করপোরেশনে সব ধরনের নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।