সিন্দুকে মিললো ২২ হাজার ইয়াবা

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ রকিব হাসান রফিক (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তার বসতঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রফিক রৌমারী সদর ইউনিয়নের চরনতুন বন্দর এলাকার বাসিন্দা।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ রফিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতঘরের কক্ষের ড্রয়ার ও সিন্দুক তল্লাশি করে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















