সিপিএল শেষে দেশে আসলেন রিয়াদ
গেল শনিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। কিন্তু তার আগেই এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল জ্যামাইকা তালাওয়াশ। সিপিএল শেষ করে ইতিমধ্যেই দেশে ফিরেছেন চতুর্থ বাংলাদেশি হিসেবে টুর্নামেন্টে অংশ নেওয়া এই ক্রিকেটার।
রোববার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্সটাগ্রাম থেকে এক পোস্টের মাধ্যমে দেশে ফেরার খবর জানান জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার।
ইন্সটগ্রামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সুস্থভাবে পৌঁছাতে পেরেছি।’ পরবর্তীতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকেও ছবিটি শেয়ার করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এর পরদিনই তাকে দলে ভেড়ানোর প্রস্তাব দেয় সিপিএলের দল জ্যামাইকা। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র নিয়ে গেল ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ। ২৫ আগস্ট সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিপিএল অভিষেক হয় মাহমুদউল্লাহর।
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে অংশ নেন মাহমুদউল্লাহ। এবারের আসরে জ্যামাইকার হয়ে পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন ডানহাতি এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচে ব্যাট হাতে ১১ রান করার পাশপাশি ব্যাট হাতে নিয়েছেন তিন উইকেট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন