সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে এমআই সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে মো. শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন হাফিজুর রহমান (২২) নামে আরও এক শ্রমিক।
সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করতে গিয়ে জমাট বাধা সিমেন্ট শরীরে পড়ে এই ঘটনা ঘটে।
নিহত শাহীন চাঁদপুরের মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তবে রাশিদুলের ঠিকানা জানা যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল ৭টায় ওই শ্রমিকরা ফ্যাক্টরির বন্ধ থাকা সিমেন্ট মিক্সিং হাউস (হপার) পরিষ্কার করতে গেলে জমাট বাঁধা সিমেন্টের একটি বড় চলটা শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর আহত শ্রমিক উপরে ছিলেন। তিনি এ ঘটনা দেখে অজ্ঞান হয়ে যান। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন