সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230815_165104.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে বেলকুচি পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পণ জাতীয় ও কালো পতকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। শোক দিবস উপলক্ষে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ একটি শোক র্যালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, র্যালী শেষে পৌরসভা চত্বরে এক আলোচনা সভা স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর প্যানেল মেয়র ইকবাল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে বড়ধূল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রমানিক, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক সরকার, ৭ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া প্রমূখ।
পরে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় ৫ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন