সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানার কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এসময় বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন