সিরাজগঞ্জের বেলকুচিতে জিহাদী বইসহ যুবক আটক!
সিরাজগঞ্জ বেলকুচিতে জিহাদী বইসহ ইব্রাহীম আজিজ (২৬) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম আজিজ উল্লাপাড়া থানার নলসন্দা গ্রামের মোকদম আলীর ছেলে। আটকের সময় তার নিকট থেকে বেশ কয়েকটি জিহাদী বই জব্দ করা হয়।
আটকের বিষয়টি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি আসলাম হোসেন। তিনি জানান, উপজেলার দৌলতপুরে জিহাদী কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
এসময় আমরা জিহাদী বইসহ ইব্রাহীম আজিজ নামের এক যুকবকে আটক করি। তার বিরুদ্ধে থানায় নাশতা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণকরা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন