সিরাজগঞ্জের বেলকুচিতে পুত্রের কোদালের আঘাতে পিতার মৃত্যু!
সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে পুত্রের কোদালের আঘাতে আশরাফ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (২৭ আগষ্ট) রাতে বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মুছা আহমেদ (৩৫) কে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
নিহতের পারিবার সূত্রে জানাযায়, দীর্ঘদিন মুছা আহমেদ ও তার মায়ের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। আজ রাতে মুছা ও তার মায়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে তার বাবা আশরাফ আলী এগিয়ে আসলে পাশে থাকা কোদাল দিয়ে ছেলে মুছা আহমেদ বাবার মাথায় আঘাত করলে বাবা আশরাফ আলী মারাত্মক ভাবে আহত হন।পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে তার মৃত্যু হয়।
এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পরিবারিক কলহের জেরে ছেলে মুছা আহমেদের কোদালের আঘাতে বাবা নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন