সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার(১১ জানুয়ারি) সকালে বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্তুর সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলম প্রামানিক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয় প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন