সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/20221227_120517-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জ বেলকুচি থানার নবাগত (ওসি) আসলাম হোসেনের সাথে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বেলকুচি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি থানা পুলিশের আয়োজনে ওসির কক্ষে মতবিনিময় কালে নবাগত (ওসি) আসলাম হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও অপরাধ তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা।
তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অপরাধ নির্মূলসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, আবু মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, বাবু রাজ্জাক, ফারুক সরকার প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন