সিরাজগঞ্জের বেলকুচিতে হরতালের প্রভাব লক্ষ করা যায়নি, স্বাভাবিক যান চলাচল
জামায়াত বিএনপিসহ অন্যান্য দলের রবিবার (২৯ অক্টোবর) তাদের হরতাল চলছে। সারাদেশে দিনব্যাপী ডাকা হরতালের শুরুতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।
সকাল থেকে এনায়েতপুর ও বেলকুচি উপজেলা আঞ্চলিক সড়কে বাস ছাড়া সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই এলাকায় কোন হরতালের প্রভাব লক্ষ করা যায়নি। দোকানপাট প্রতিদিনের ন্যায় খুলতে শুরু করেছে। তবে অন্যান্য দিনের চেয়ে সিএনজি, ভ্যান, অটোরিক্সা কিছুটা হ্রাস পেয়েছে। এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।
সিএনজি চালক নাসিম বলেন, সকালের দিকে যাত্রী কিছুটা কম ছিল। পৌর এলাকার মুকুন্দগাঁতী সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যেতে দেখা যায়। সিরাজগঞ্জ শহর থেকে কোন প্রকার বাঁধা ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে চলে এসেছে বলেও তিনি জানান। সকালের দিকে সিরাজগঞ্জ শহর থেকে ভাড়া নিয়ে চলে এসেছেন সিএনজি চালক হুমায়ন কবির। তিনি বলেন, বাস ছাড়া সব যানবাহন চলাচল করছে। সারাদিনই সিএনজি চালাবো। শহর থেকে আসতে এবং যেতে কোথাও কোনো বাঁধা পাইনি। কোথাও কোন প্রকার মিছিলও দেখা যায়নি।
সিএনজি চালক কুদ্দুস বলেন, আমরা প্রথম ট্রিপ শুরু করেছি। আজ রবিবার হলেও যাত্রী কিছুটা কম, তবে তিনি কারণ হিসেবে বলেন, হরতালের কথা শুনে তাই যাত্রী চলাচল কম। বেলকুচি পৌর এলাকার চালা বাজারের নাজাদ ফার্মেসির মালিক শফি কামাল সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলেছেন। তিনি বলেন, হরতাল নেই কোথায়ও, সব যানবাহন চলছে।
এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা সতর্ক অবস্থানে রয়েছেন। বেলকুচি মুকন্দগাঁতী যাত্রী ছাউনির সামনে ও চালা এলাকায় দায়িত্বরত থানা উপ-পরিদর্শক এবং পুলিশ সদস্যরা বলেন, হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। বাস ব্যতীত সকল যানবাহন চলাচল করছে এবং আমরাও সতর্ক অবস্থায় আছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন