সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবে পাবলিক কনসেপ্ট এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম পাবলিক কনসেপ্ট এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১১ সেপ্টেম্বর) রোজ বুধবার দুপুর ২ ঘটিকার সময় শাহজাদপুর প্রেসক্লাবে উক্ত অনুষ্ঠান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু।
এছাড়াও বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিকুজ্জামান শফি, সাবেক সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আতাউর রহমান পিন্টু প্রমুখ।
এর আগে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এর এডমিন সাংবাদিক মির্জা হুমায়ুন।
বক্তারা বলেন, শাহজাদপুরের যে কোন ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক কনসেপ্ট ঘটনাস্থলে গিয়ে অতি দ্রæত তা লাইভ স¤প্রচার করার কারনে সাধারণ জনগণ তাৎক্ষণিক খবর ঘরে বসেই দেখতে পায়। বক্তারা পাবলিক কনসেপ্ট সফলতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সহসভাপতি এমএ জাফর লিটল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন