সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিজিএফের চাল পাচার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ নং গালা ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফের চাল গত বুধবার নানা অনিয়মের মধ্যে দিয়ে গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরন করা হয়।
এদিকে বুধবারের চাল বিতরনের নানা অনিয়মের চিত্র সংবাদকর্মীদের নজরে আসে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বৃহস্পতিবার দুপুর প্রায় ১ টার সময়ে গালা হতে পার্শ্ববর্তী জেলা পাবনার বেড়া হাটে ভিজিএফের চাল বিক্রির উদ্দেশ্য নৌকা পথে পাচার হবার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭৫০ কেজি চালসহ মোতালেব মোল্লা ( ৪২) ও মোঃ শাহিন (২২) কে পাওয়া যায়। তাদেরকে চালের ব্যাপারে জিজ্ঞেসা করা হলে তারা বলেন, বুধবার গালা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কালো বাজারে ৭৫ টা স্লিপ ক্রয় করে লেবার দিয়ে চাল উত্তোলন করে আজ বিক্রয়ের উদ্দেশ্য বেড়া নিয়ে যাচ্ছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ ধরনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন