সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন জোরদার করছে তুরস্ক
সিরিয়া সীমান্তে আবারো নতুন করে সেনা মোতায়েন জোরদার করছে তুরস্ক। সম্প্রতি কুর্দি গেরিলা বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র হুমকির পর এমন সিদ্ধান্ত নেয় তুর্কি প্রশাসন।
এ ব্যাপারে তুরস্ক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অনেকটা বাধ্য হয়েই নতুন করে বাহিনী মোতায়েনের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যুদ্ধ ট্যাংক, কামান ও হাউইটজারও রাখা হয়েছে। মূলত তুরস্কের কিলিস প্রদেশ চত্বরেই এইসমস্ত মোতায়েন করে রাখা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, তুরস্ক সবসময় সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উপস্থিতি ও সক্রিয় তৎপরতার বিরোধিতা করে আসছে। আঙ্কারার ধারণা, সিরিয়ার ওয়াইপিজি হচ্ছে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র অংশ এবং দু’টি গ্রুপই আলাদা কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এদিকে, ওয়াইপিজি-র পাশে রয়েছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ওয়াইপিজি-কে সমর্থন করা হচ্ছে বলে একাধিক বিবৃতিতে দাবিও করেছে হোয়াইট হাউস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন