সিরিয়ার দারা প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর চুক্তি
সিরিয়ার দারা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত অবশিষ্ট শহর ও নগর থেকে বিরোধীরা আত্মসমর্পণ করবেন বলে শুক্রবার সরকারি বাহিনীর সঙ্গে চুক্তি হয়েছে।
জর্ডান ও অধিকৃত গোলান মালভূমির কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনী দুই সপ্তাহের অভিযান শেষে এই চুক্তিতে পৌঁছায়।-খবর এএফপির।
সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরীয় সরকার ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুসারে বিদ্রোহীরা এসব শহর ও নগরের ভারী ও মাঝারি অস্ত্র সমর্পণ করবে।
দামেস্কোর প্রধানমিত্র মস্কো আত্মসমর্পণ চুক্তির মধ্যস্থতা করেছে। যেসব যোদ্ধা চুক্তি প্রত্যাখ্যান করেছেন, তারা পরিবার নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবেন বলে চুক্তিতে বলা হয়েছে।
দারায় সরকারি বাহিনীর অভিযানে তিন লাখ ২০ হাজারেরও বেশি লোক পালিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। চুক্তির পর তারা এখন নিজেদের বসতবাড়িতে ফিরতে পারবেন।
স্থানীয় পুলিশ এসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।সরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের কাজ শুরু করেছে।
বিদ্রোহীদের মুখপাত্র হুসেইন আবাজিদ বলেন, আমাদের যোদ্ধাদের রক্ষায় চুক্তিই সবচেয়ে ভালো উপায় ছিল।
দারা প্রদেশে থেকেই প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল। ২০১৫ সালে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরু করে রাশিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন