সিলেটে এইচএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অটো পাশের দাবীতে আন্দোলন
সিলেট নগরীতে এইচএসসি পরীক্ষায় অটো পাশের দাবীতে আন্দোলনে লেমেছে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা। শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে মহানগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা।
তাদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা গুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা সিলেট নগরী চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের বক্তব্য- শনিবার (১৭ আগস্ট) দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষা গুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন অটো পাশের দাবীতে পরীক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন