সিলেটে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/front-sylhet01-20181023213849.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেট নগরের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় তারা বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের সমন্বয়ক আলী আহমদ জানান, সমাবেশে অংশ নিতে আজ সন্ধ্যায় সিলেটে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমানের একটি ফ্লাইটে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা সিলেট এসে পৌঁছান। তারা রাতে নগরের হোটেল রোজভিউ এ রাত্রীযাপন করবেন।
তিনি আরও জানান, বুধবার দুপুর ২টায় নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন নেতৃবৃন্দ। এ ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেজিস্ট্রারি মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দিয়েছে প্রশাসন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন