সিলেটে দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’, পুলিশ খুলে নিল সাইনবোর্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/194600_bangladesh_pratidin_Sylhet-Pi.gif)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘীরপাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তোপের মুখে পড়ে এসময় দোকানের মালিক পালিয়ে যান।
আর পুলিশ গিয়ে খুলে নিয়ে আসে দোকানের সাইনবোর্ড।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটের বি ব্লকে এমন ঘটনা ঘটে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, লালদিঘীরপাড় নতুন মার্কেটের ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ বেপারি চা পাতার ব্যবসা করেন। তার দোকানের কোনো ট্রেড লাইসেন্সই নেই। আজ মঙ্গলবার হঠাৎ করে তিনি তার দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানান।
সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও লাগানো হয়।
সকাল থেকে দোকানের নাম ও সাইনবোর্ড নিয়ে আলোচনা-সমালোচনা চললেও বিকেলের দিকে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দোকানের সামনে কয়েক শ’ ব্যবসায়ী জড়ো হয়ে সাইনবোর্ডটি নামানোর দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে দোকানের সাইনবোর্ডে দেশের প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেয়া উচিত হয়নি।
এতে প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে। এছাড়া দোকানের মালিক সাইফুর হোসেন সাজ্জাদ বেপারি খুব ধূর্ত লোক। সে নিশ্চয় কোনো অবৈধ সুবিধা হাসিল করতে সাইনবোর্ডে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করছে। সে কোনো অপকর্ম করলে এতে পুরো মার্কেটের সুনাম নষ্ট হবে তাই ব্যবসায়ীরা এর প্রতিবাদ করছেন।
এদিকে, উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তারা দোকানের সাইনবোর্ড খুলে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন