সিলেটে নগরীর জেল রোডে ভয়াবহ অগ্নিকান্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Sylhet-1.jpg-1-1.jpg-1.jpg-1.jpg-1.jpg-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটে নগরীর জেল রোডে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। রোববার (৬ মার্চ) রাত ৯টার দিকে আনন্দ টাওয়ারের পেছনের একটি ফার্ণিচারের দোকান থেকে অগ্নিকাস্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রনে কাজ করছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, তারা প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছেন। তাদের একধিক টিম সেখানে কাজ করছে। এ ঘটনায় হতাতের কোন খবর জানাতে পারেননি তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন