সিলেটে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত
সিলেটে মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। সোমবার (১০ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো.ওমর ফারুক জানিয়ে ছিলেন, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
যার ফলে মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওযা ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাত থেকে সিলেটে প্রচুর পরিমান ভারি বৃষ্টি ও বজ্রাপাত হচ্ছে। সিলেটের দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ী ভাবে দমকা হাওয়ায ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বড়ছে জানা গেছে।
আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে তবে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৯৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন