সিলেটে ২ মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া
সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরানের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় মাজার দুটি জিয়ারত করেন তিনি।
এসময় মাজার দুটিতে নারীদের জন্য নির্ধারিত প্রার্থনা কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন বিএনপির প্রধান।
প্রায় ৯ ঘণ্টা যাত্রা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন খালেদা জিয়া। এরপর সেখান থেকে চলে যান হজরত শাহ জালালের (র.) মাজারে। সেখানে আধা ঘণ্টা আবস্থান করেন তিনি। সেখান থেকে শাহী ঈদগাহ রোড ধরে শাহ পরানের (র.) মাজারে যান তিনি।
এ সময় মাজার প্রাঙ্গণসহ এর আশপাশের সড়কে বিএনপির শত শত নেতাকর্মী অবস্থান নেন।
সোমবার সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। এর পর নারায়ণগঞ্জের আড়াউহাজার উপজেলা, নরসিংদীর শিবপুর, কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় গুলির ঘটনাও ঘটে।
সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। রায় ঘোষণার আগেই সিলেটের দুই মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন