সিলেটের এক যুবকের স্বপ্ন ভারতেই সমাহিত হলো
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/1697724963143_Sylhet-news-704x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের এক যুবকের স্বপ্ন ভারতেই সমাধীত হলে। রোমানীয় যাওয়ার স্বপ্ন পুরণ হলো না। না ফেরার দেশে চলে গেলেন নাহিদুল ইসলাম ফারুম নামের এক যুবক।
পারিবারিক সূত্রে জানা যায়, ভারতে অবস্থিত রোমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের যুবক নাহিদুল ইসলাম মারুফ (২০) এর মরদেহ দেশে এসেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যুর প্রায় ৬ দিন পর কফিনবন্দি হয়ে তার মরদেহ এসে পৌঁছায়।
বিমানবন্দরে মারুফের মরদেহ গ্রহণে করেন তার পরিবারের সদস্যরা। পরে মরদেহ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা।
মারুফের জানাজা বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার বিরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মারুফ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। তার বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
শুক্রবার (১৩ অক্টোবর) ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। পরে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মার যান তিনি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন