সিলেটের জৈন্তাপুরে নারকীয় হামলার প্রতিবাদে কেশবপুর হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে সোমবার বেলা ১২ টায় এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আলমগীর হোসেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার আয়শা আক্তার, ডাক্তার মিজানুর রহমান রুমি, ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার তুহিন পারভেজ জুয়েল, ডাক্তার দিপংকর রায়, ডাক্তার জয়তি রায়, ডাক্তার মায়শা মালিহা, ডাক্তার আখিরুজ্জামান, ডাক্তার তরিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে চিকিৎসকগণ নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সাথে সাথে সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি নিরাপত্তার দাবী জানান। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা—সহ কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন