সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে জুবায়ের সভাপতি ও শিপন সম্পাদক পদে পুণরায় নির্বাচিত
            
                     
                        
       		সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫-২০২৬ সালের কার্যকরী পরিষদে রফিকুল ইসলাম জুবায়ের সভাপতি পদে এবং শিপন আহমদ সাধারণ সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুর উদ্দিন। গত ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ৩টি পদে তাদেরকে নির্বাচিত করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে মাসিক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তম্মদ্বে আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা, মাতা ও প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়াকে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন, আগামী মাসিক সভায় ২০২৫ – ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বাস্তবায়ন পরিষদ গঠন, ক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানকে আহ্বায়ক ও আব্দুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল ২০২৫ বাস্তবায়ন পরিষদ গঠন।
২০২৫ এর অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং ২০২৬ এর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক ২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের বর্তমান সদস্য যথাক্রমে কাজী মোঃ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য মোঃ নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব ও মাজহারুল ইসলাম সাব্বির।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




