সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুলের মতবিনিময়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/17.08.23-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে সোমবার (১৪ আগস্ট) রাতে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইন—চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। এসময় এলাকার মাদক—জুয়া, চুরি—ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এসআই জয়ন্ত সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সহ সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন