সিলেটের রশীদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশের মামলা
সিলেটে রশীদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়র করা হয়েছে।
এ ঘটনায় থানার এসআই লোকমান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।
শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানান ওসি।
শুক্রবার (২৬ ফেক্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ডা. অন্তরার স্বামী ডা. ইমরান খান রুমেল সহ ৮ জন।
এ ঘটনায় আহত ডা. ইমরানের স্ত্রী ডা: অন্তরা লাইফ সাপোর্টে রয়েছেন। আহত অন্যদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন