সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/train-sylhet-20171130122459.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে। এর ফলে ৫ শতাধিক যাত্রী সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছেন।
শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানান, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকাজ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন এই রেল মাস্টার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন