সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, বিএসএফও সতর্ক অবস্থানে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/IMG_20240907_231557.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধভাবে অতিক্রম রোধে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নজরদারিও বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অপরদিকে ভারত সীমান্তেও কড়া নজরদারী ও টহল জোরদার করেছে বিএসএফ।
শনিবার (৭ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত অতিক্রম রুখতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে অতিক্রম রোধে বিজিবিকে 8801769-600682 এবং +8801769-620954 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার আহব্বান জানানো হচ্ছে সকলের কাছে।
তিনি জানান, বেনাপোল, পুটখালি, গোগা, সাদিপুর, রঘুনাথপুর, সিকারপুর এবং ডিহিসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম রোধে সদর দফতরের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।
এদিকে, সীমান্তের ইমিগ্রেশনে সন্দেহজনক যাত্রীদের যাতায়াতে গতিবিধি লক্ষ্য রাখছেন প্রশাসনের বিভিন্ন এজেন্সির সদস্যরা। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ নিয়েছেন কঠোর অবস্থান।
ইতিমধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন