সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে কুড়িগ্রাম জেলা জামাতের বিক্ষোভ মিছিল

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামের জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ মিছিল বের করে দলটি। এর মধ্যদিয়ে কুড়িগ্রামে ১৪ বছর রাজপথে প্রকাশ্যে এলো জামাতে ইসলাম।

জুমার নামাজের পর কুড়িগ্রাম দাদা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়ায় সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জামাতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, শহর জামাতের আমির মোঃ আব্দুস সবুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সুইডেনের কুরআন পোড়ানোর মধ্য দিয়ে তারা মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তাই আজ থেকে তাদের সকল পণ্য বর্জনের ডাক দেন নেতারা।