সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়ার খুলনার কয়রায় আগমন
সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পদার্পণ করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮ টায় তিনি উপজেলার মহেশ্বরীপুরের গিলাবাড়ির নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, খুলনা-৬ আসনের এমপি রশীদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কয়রা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান অবলোকন করেছেন।
দুর্যোগ কবলিত মানুষের জীবনযাত্রা নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন কার্যক্রম পরিদর্শন ও মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপাশি এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করেছেন প্রিন্সেস ভিক্টোরিয়া।
পরে দুপুর ১২টায় প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাড হতে হেলিকপ্টর যোগে কয়রা ত্যাগ করেন।
এবিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপলক্ষ্যে ৫শ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন