সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG-20221029-WA0020-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় “পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ধর্মপাশা থানা প্রাঙ্গণে এক আলোচনা সভায় শুরু করা হয়, পরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ফরিদ, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম চৌধুরী সহ-সভাপতি আওয়ামীলীগ ধর্মপাশা উপজেলা, গোলাম ফরিদ খোকা চেয়ারম্যান সেলবরষ ইউপি, জেলা সদস্য মোঃ চন্দন খাঁন, নূরুন নবী প্রেস ইমাম, এস আই কামাল, এসআই সোহেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, বলেন কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন