সুনামগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ০৬.০০টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ০৯.০০টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ, সকাল ১০.০০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সকাল ১১.০০টায় শরীরচর্চা প্রদর্শনী এবং বেলা ১২.০০টায় পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলি দু’জন জামান উপজেলা সহকারী কমিশনার ভূমি, ধর্মপাশা সার্রকেল মোঃ আলী ফরিদ, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মোঃ শামসু দোহা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শামীম আহমেদ বিলকিস সাধারণ সম্পাদক ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ, শামীম আহমেদ মুরাদ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, জুবায়ের পাশা হিমু চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ,সঞ্জয় রায় চৌধুরী চেয়ারম্যান জয়শ্রী ইউনিয়ন পরিষদ,মুকাররম হোসেন চেয়ারম্যান সুখাইর রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ রেজা পহেল, সাংবাদিক এনামুল হক এনি,এবং সাংবাদিক রাজু ভূঁইয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী, এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন