সুনামগঞ্জে প্রশাসনের উদ্যোগে নৌযান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা ঘাটে মধ্যনগর থানা প্রশাসনের উদ্দ্যোগে নৌযান পরিবহন শ্রমিক ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) থানা অফিসার ইনচার্জ জাহিদুল হক নৌযান মালিকদের উদ্দেশ্যে বলেন, দূর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য। তিনি পঞ্চগড়ের নৌকাডুবি কে উল্লেখ করে বলেন, যদি কোনও নৌযানে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরোও বলেন, সি এন জি, অটো-রিকশা, ভাড়ায় চালিত গাড়ি চালকদের উদ্দেশ্যে সতর্ক করেন এবং বলেন, আসছে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে যেন কোনো যাত্রীদের হয়রানি না করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারন সম্পাদক আসরাফ উদ্দিন হিল্লোল, পর্যটন নৌযান পরিবহন সমিতির সভাপতি আইয়ব আলী, সুজিত রায়,জেবিন আহমেদ, রতন চন্দ্র দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন