সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচনে জাল ভোট হওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(০২ বৃহস্পতিবার) বিকাল ০৩.০০ঘটিকার সময় সুখাইড় বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়, লক্ষণীয় বিষয় হলো উক্ত নির্বাচনে সর্বমোট ভোট কাস্টিং হয় ৪৪০টি কিন্তু গণনায় আসে ৪৬৮টি ভোট, যেখানে ভোট কাস্টিং হয়েছে ৪৪০ভোট সেখানে ৪৬৮টি ভোট কিভাবে কাস্টিং হয় এ নির্বাচনে মোট ২৮টি জাল ভোট দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপি জানান ভোট কারচুপির কারনে ১৮ তারিখের নির্বাচন স্থগিত করেন এবং চিঠির মাধ্যমে উপজেলা বিএনপিকে পুনরায় নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করেন। কিন্তু এ পযন্ত তা কার্যকর না হওয়াতে ইউনিয়ন বিএনপির সদস্যদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। এবং যেকোনো সময় যে কোন দূর্ঘটনা হতে পারে।

এসময় বক্তব্য রাখেন উজ্জ্বল মিয়া সহ- সাধারণ
সম্পাদক ইউনিয়ন বিএনপি যুবদল, আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি, সুজন মিয়া সদস্য ৪নং ওয়ার্ড বিএনপি।

এখানে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্যরা বলেন জাল ভোটের নির্বাচন মানিনা মানব না পুনরায় নির্বাচন দিতে হবে।

বক্তারা আরও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নিকট ও সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি এবং ধর্মপাশা উপজেলা বিএনপির কাছে পুনরায় সুষ্ঠ ও একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।