সুনামগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিক উদযাপন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন শেখ রাসেলের জন্ম বার্ষিক উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা- কর্মচারী, মুক্তিযোদ্ধা,শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ নানা পেশাজীবির সম্বন্বয়ে রেলির আয়োজন আয়োজন করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ গনমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: অলিদুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতির বক্তব্যে মো: অলিদুজ্জামান বলেন, “বাংলাদেশের স্বাধীনতায় শিশু রাসেলের ত্যাগ অসীম। শিশু রাসেল বাবার যত্ন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য।”

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, ওসি মো: মিজানুর রহমান, চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, সাংবাদিক মো: ইসহাক মিয়া, এম.,এম.এ. রেজা পহেল, নুর রহমান তুষার, সাংবাদিক রাজু ভূইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।