সুনামগঞ্জের জামালগঞ্জে নতুন বই বিতরণ
সবাই নতুন বই নেব, লেখা পড়ার মন দেব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বই বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১ টায় বই বিতরণ উৎসব জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় সহ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়িজ্জেম হোসেন রতন।
বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি এম নবী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়িজ্জেম হোসেন রতন বলেন, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে সমগ্র দেশে একসাথে প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে।
আমাদের সরকার শিক্ষা বৃত্তি সহ বিনামুল্য পড়া লেখার সুবিধা দিচ্ছেন, এমপি রতন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন