সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডারহাটের ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডারহাটে ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১১ টায় তাহিরপুর বর্ডার হাট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটের ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় এম এল এ পিউস মারউইন, ভারতীয় সহকারী হাই কমিশনার নরেশ চন্দ্র, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এহসান শাহ, বিজিবি অধিনায়ক লে কর্নেল মাহবুবুর রহমান, বিএস এফ প্রধান রাজীব শর্মা, বিপ্লবী সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটের ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের ফলে ভারত – বাংলাদেশ দুই দেশের সেতুবন্ধন সৃষ্টি হবে। এতে করে পন্য সামগ্রী বর্ডার হাটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হবে। আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















