সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া’র মতবিনিময় সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দে সাথে ধর্মপাশা উপজেলায় প্রথম বারের মতো আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় ধর্মপাশা উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার আব্দুল লাল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, প্রাণী সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, সমবায় অফিসার শরিফ আহমেদ।

প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, যুব উন্নয়ন অফিসার মোঃ আলাউদ্দিন, মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক রাজু ভূইয়া, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম।

বৈষম্য বিরুদী ছাত্র আন্দোলনের ধর্মপাশা উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ পুনঃ বিনিয়োগে তিন জন মহিলাকে -৩০, ৩৫, ৪০, হাজার টাকা করে তাদের হাতে চেক তোলে দেন।