সুনামগঞ্জের ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন-এমপি রতন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন ফসল রক্ষার বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদ্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, আওয়ামীলীগ সদস্য মাহবুবুল হোসেন বাচ্চু মাস্টার, সাংসদ সদস্য পিএস আব্দুর রাজ্জাক পাবেল প্রমুখ। পিআইসি নাম্বার -৭৬ নাম্বার
পিআইসি সভাপতি মো: জিয়াউর রহমান, সম্পাদক মো: আজাদ মিয়া, ৮০৫ মিটার প্রকল্প ব্যয় ১৫ লক্ষ ২ হাজার ৬ শত টাকা মাত্র। হাওর চন্দ্র সোনার থাল হাওরের উপপ্রকল্প। এমপি রতন বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ সঠিক ভাবে সম্পন্ন করতে হবে। নতুবা কাউকে ছাড় দেওয়া হবেনা। হাওর বাসীর একামাত্র বৈশাখী ফসল বোর ধান, এই ধান যাতে কৃষক ঘরে তুলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কোন প্রকার দুনীতি সহ্য করা হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন