সুনামগঞ্জের ভূমির মালিক হয়েও গৃহহীন সেলিম মিয়া ও তাঁর পরিবার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টিপিরকোনা গ্রামের বাসিন্দা মোঃ সেলিম মিয়া পিতা মোঃ লালচান। একই গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম পিতা মোঃ সোনাহর বাদি হয়ে র্কোটে মামলা করে, মামলায় রায় পায় নজরুল তাই আদালত সেলিম কে ঘর ভাঙতে নিষেধ জারি করে এবং প্রশাসনের সহায়তায় সেলিম এর ঘরটি ভাঙ্গা হয়।
এ বিষয়ে মোঃ সেলিম মিয়া জানান যে আমি আইনের সিদ্ধান্ত মানি এবং আইনের প্রতি শ্রদ্ধা পোষণ করি কিন্তু আমি কোন প্রকার নোটিশ পাইনি এবং এই ভূমি আমার এবং তার দলীল খতিয়ান আছে আমার কাছে তাই আমাকে উচ্ছেদ করার আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান বলেন র্কোট থেকে রায় পেয়েছে নজরুল তাই আদালত এর আদেশে সেলিম কে তার ঘর সরানোর কথা বলা হয় সেলিম ঘর না সরালে আদালতের লোক এসে ঘর ভেঙে দিয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন