সুন্দরবনে দুবলারচরের অপহৃত ১৫ জেলের জন্য মুক্তিপণ দাবী জলদস্যুদের

আব্দুল্লাহ আল মামুন, (শরণখোলা) বাগেরহাট : বঙ্গোপসাগরে অপহৃত দুবলারচরের ১৫ জেলের মুক্তির জন্য জনপ্রতি ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে জলদস্যুরা। অপহৃত জেলে শাহআলমের পরিবারে চলছে আহাজারী। ছেলের জন্য বারবার মুর্ছা যচ্ছেন শাহআলমের মা শাহানারা খাতুন।

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, ২৭ জানুয়ারী দিবাগত মধ্যরাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরছিল এ সময় ১০-১২ জনের স্বশস্ত্র জলদস্যু একটি ফিশিংবোটে করে এসে মাছধরারত জেলেদের উপর হামলা করে ১৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হচ্ছেন, শাহআলম, আজাহারুল ইসলাম, মোঃজাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন,আলমগীর হোসেন, শাহাজান গাজী, মোঃ রাসেল মোঃ শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, মোঃ শাহীনুর আলম, ,মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। অপহৃত জেলেদের বাড়ী খুলনা সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়। অপহরণের ৪ দিন পরে দস্যুরা অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে জেলেদের স্বজনদের কাছে জনপ্রতি ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করেছে। মুক্তিপণের টাকা দ্রæত সময়ের মধ্যে পরিশোধ না করলে জেলেদের হাত পা ভেঙ্গে দেওয়া হবে বলে দস্যুরা হুমকি দিয়েছে বলে অপহৃত জেলে শাহ আলমের বাবা আবু তালেব জানান। অপহৃত জেলে শাহ আলমের বাড়ী শ্যামনগরের বণ্যতলা গ্রামে। শাহআলমের বাড়ীতে চলছে আহাজারী। ছেলের জন্য বারবার মুর্ছা যচ্ছেন শাহআলমের মা বৃদ্ধা শাহানারা খাতুন। তিনি তার মুক্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি দাবী জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, দুবলারচরে জেলে অপহরণের কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অপহৃত জেলেদের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।