সুবিধা করতে পারছেন না মাশরাফি-মোস্তাফিজরা
ভারতকে শুরুতে ধাক্কা দিতে পারলো না বাংলাদেশ। ওপেনিং জুটিতে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করে যাচ্ছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে, জিততে হলে ভারতকে করতে হবে ২৬৫ রান।
টাইগারদের পক্ষে আজ তামিম ইকবাল সর্বোচ্চ ৭০ রান করেন। মুশফিকুর রহিম করেন ৬১ রান। শেষদিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করে অফরাজিত থাকেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, কেদার যাদব ২টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন