সেই শিশুটিকে দেখতে গেলেন মাশরাফি
নড়াইল-২ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সেই শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
সোমবার রাতে ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টুর নবজাতক কন্যাসন্তানকে দেখতে নড়াইল হাসপাতালে যান মাশরাফি।
মঙ্গলবার তিনি সপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
নির্বাচনী প্রচারণাকালে মাশরাফির নিরাপত্তার দায়িত্বে ছিলেন হৃদরোগে মৃত্যুবরণকারী এএসআই মনিরুজ্জামান।
গত ২৭ ডিসেম্বর মাশরাফির নির্বাচনী প্রচারের সময় ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টু হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে মাশরাফির গাড়িতে করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই সময় মাশরাফি তার প্রচার-স্থগিত করে হাসপাতালে ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়েন।
প্রয়াত পুলিশ সদস্যের স্ত্রী রাবেয়া বেগমের সিজারের তারিখ ছিল ২৯ ডিসেম্বর। সিজারের দিন মাশরাফি ব্যস্ততার কারণে যেতে না পারলেও মাশরাফির স্ত্রী সুমি দেখতে যান। এ সময় পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতে এক লাখ টাকা তুলে দেন। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ৮০ হাজার টাকা দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন