সেক্স টয়ের মূল্যায়ন করতে পারলে মিলবে পারিশ্রমিক!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/41E.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সেক্স টয় এখন মার্কেটে হট কেকের মতো বিক্রি হচ্ছে৷ আমাদের দেশে অতটা না হলেও বিদেশে এর চাহিদা প্রচুর৷ তাই বেশ কিছু কোম্পানি এখন সেক্স টয় তৈরির দিকে নজর দিয়েছে৷ যৌনতা এখন মৌলিক চাহিদার থেকে অনেক বেশি কিছু৷ তবে এখন যৌন তৃপ্তির জন্য পারিশ্রমিকও মিলবে ৷ ব্রিটেনের একটি কোম্পানি এমনই এক চাকরির প্রস্তাব দিচ্ছে৷
যৌনতা এখন ‘আর্ট’৷ মানুষের মনের সুপ্ত বাসনা আগে মনেই রয়ে যেত৷ কিন্তু ২০১৭ সালে দাঁড়িয়ে তা আর হয় না৷ তাই সেক্স টয়ের চাহিদা বাড়ছে৷ চাহিদা যখন বাড়ছে, তখন প্রোডাক্টের উন্নয়নের দিকে নজর দিতে হবে বৈ কি৷ তাই LoveWoo তাদের প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করতে উপযুক্ত লোক খুঁজছে৷ এর জন্য পারিশ্রমিকও দেবে তারা৷ অঙ্কটা নেহাত কম নয়৷ ২৮ হাজার ইউরো৷ টাকার হিসেবে ২২ লাখ ৯২ হাজার ৫০০ টাকা৷
পারিশ্রমিক ছাড়া আছে আরও অনেক সুবিধা৷ জন্মদিন, হেল্থ কেয়ার, জিমের সদস্য হওয়ার জন্য ডিসকাউন্ট অ্যানুয়াল স্টাফ রিট্রিট৷ তবে কর্মক্ষেত্র কিন্তু লন্ডন৷ চাকরি সম্পর্কে কোম্পানিটি লিখেছে, “আপনি কি কখনও সেক্স টয় টেস্ট করার জন্য টাকা পাওয়ার কথা ভেবেছেন? অনলাইন সংস্থা LoveWoo বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়৷ আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে৷ সেক্স টয়, লজাঁরি, গেমস ও আরও অনেক কিছু৷ আপনাকে শুধু সততা ও যত্ন সহকারে প্রোডাক্টগুলির পর্যালোচনা করতে হবে৷”
কোম্পানিটি চায়, যে চাকরিটি করবে সে যেন প্রতিটি প্রোডাক্ট পর্যালোচনা করে তার বিস্তারিত লিখে জানায়৷ তারাই সিদ্ধান্ত নেবে প্রোডাক্টটি হট অর নট৷ শুধু তাই নয়৷ ওই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তাকে প্রোডাক্টটির ভিডিও রিভিউও দিতে হবে৷ অবশ্যই সেটা বেডরুমের বাইরে৷
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন