সেঞ্চুরি করে জন্মদিন রাঙালেন মেন্ডিস

আজ কুশল মেন্ডিসের ২৩তম জন্মদিন। নিজের জন্মদিনটা সেঞ্চুরি করে রাঙালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ওপেনার। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

সানজামুল ইসলামকে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছেন মেন্ডিস। ২০০ বলে ১০ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি হাঁকান তিনি।

গতকাল অনন্য সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে দেড়শ রান করে ফেলেছেন তিনি। ১৮৭ বলে তার ১৫০ রানের ঝকঝকে ইনিংসটি ২০ চার ও ১ ছক্কায় সাজানো। এটি এ টপ অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা ইনিংস।

মেন্ডিসেরসেঞ্চুরি ও ডি সিলভার দেড়শ রানে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের দারুণ জবাব দিচ্ছে শ্রীলংকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২৯৫/১। মেন্ডিস ১২৫ ও ডি সিলভা ১৭০রানে ব্যাট করছেন। এখন চলছে লাঞ্চ বিরতি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৭৪/৪) ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মোস্তাফিজ ৮; লাকমল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, দিলরুয়ান ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২৩-১-৯২-২, ধনাঞ্জয়া ৫-০-১২-০)