সোমবার রাত আটটায়, গানে গানে মাতবে রেডিওটাচ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/45gy35y.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সোমবার, ১৯ নভেম্বর, রাত আটটায় radiotouch24.com এ প্রচারিত হবে ‘আড্ডা হবে গান কবিতায়’ পঞ্চম এপিসোড। নতুন আঙ্গিকে শুরু হওয়া অনুষ্ঠানটি ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে শ্রোতা এবং দর্শকমহলে।
এ সপ্তাহে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে সালমান। অতিথি হিসেবে থাকবেন দামামা শিল্পীগোষ্টির পরিচালক রফিকুল্লাহ সাদি ও বিশ্বজয়ী কারী হাফেজ সাদ সুরাইল। আড্ডা গান কবিতায় মাতাবেন রেডিওটাচের স্টুডিও।
অনুষ্ঠানটি শুনতে পারবেন radiotouch24.com এর এ্যাপ এবং ওয়েবসাইটে। সরাসরি দেখতে পারবেন radiotouch24 এর অফিসিয়াল ফেসবুক পেইজে।
‘আড্ডা হবে গান কবিতা’র নিউজ পার্টনার হিসেবে রয়েছে আওয়ার নিউজ বিডি, আওয়ার ইসলাম, একুশ নিউজ, ইসলামিক বার্তা ও দৈনিক ভোরের সূর্য।
রেডিওটাচ টুয়েন্টি ফোর ডটকম বর্তমানে বাংলাদেশর একমাত্র ইসলামিক অনলাইন রেডিও স্টেশন। শ্রোতারাই এর প্রাণ-প্রণয়। শ্রোতাদের নিয়েই এর সব আয়োজন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন